অতিরিক্তি ভাড়া, তিন বাসকে জরিমানা

বিআরটিএর অভিযান

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ এপ্রিল, ২০২৪ at ৫:৫৫ পূর্বাহ্ণ

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় করতে বিআরটিএ চট্টগ্রাম গতকাল ৭ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর অলংকার, একে খান ও দামপাড়াস্থ বিভিন্ন কাউন্টারে বাড়তি ভাড়া না নেওয়ার বিষয়ে সতর্ক করে এবং বিআরটিএ কর্তৃক অনুমোদিত নির্ধারিত ভাড়ার তালিকানুযায়ি ভাড়া আদায়ের নির্দেশ দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএচট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আতিকুর রহমান, বিআরটিএচট্ট মেট্রো ২ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ওমর ফারুক , বিআরটিএচট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার সহ বিভিন্ন কর্মকর্তাকর্মচারীবৃন্দ। উল্লেখ্য, গতকাল চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্নার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে তিনটি বাসকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সেন্টমার্টিন স্কয়ার পরিবহনএর ঢা. মে.-১৩১৩৩৯ এসি বাস টো করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঝড়ো হওয়া, সাথে বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের চারটি কারখানা বন্ধ, সারের সংকট