অতল জ্ঞানের খনি

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৬:৫১ পূর্বাহ্ণ

রবীন্দ্রনাথ রাতের শেষে

ভোরের সজীব আলো,

রবীন্দ্রনাথ নাম শুনলেই মন হয়ে যায় ভালো।

রবীন্দ্রনাথ সকাল বেলায়

রোদের নরম হাসি,

ছবির কবি রবীন্দ্রনাথ তাঁকে ভালোবাসি।

রবীন্দ্রনাথ দুপুর বেলার

শান্ত নিঝুম ক্ষণ,

বটের ঝুরি সবুজ পাতায় হাওয়ার আমন্ত্রণ।

রবীন্দ্রনাথ বাগান জুড়ে

নানান ফুলের মেলা,

প্রজাপতির রঙ ছড়ানো রঙিন সারাবেলা।

রবীন্দ্রনাথ খোকা খুকুর

সহজ পাঠের ধ্বনি,

কাব্য গীতাঞ্জলির সুরেল অতল জ্ঞানের খনি।

পূর্ববর্তী নিবন্ধআগস্ট এলেই
পরবর্তী নিবন্ধমুক্তি পতাকা