চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি সভা গতকাল শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি হাজী মো. কামাল উদ্দিন। সহ-সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিন ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা। প্রধান বক্তা ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। এতে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. বিপ্লব, যুগ্ম সম্পাদক মো. সোলায়মান, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মো. মিরাজ প্রমুখ। সভায় বক্তারা সিএনজি চালিত অটোরিকশা-অটোটেম্পো চালকদের মানবিক দিক বিবেচনা করে ‘পস্ মেশিনে’ জরিমানা সহনীয় পর্যায়ে আদায়ের জন্য উদাত্ত আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।