অটোরিকশা চোর চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৭

তিন চোরাই অটোরিকশা উদ্ধার 

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ১০:২১ অপরাহ্ণ

হাটহাজারীর ১নং ফরহাদাবাদ ইউনিয়নের অন্তর্গত ফরহাদাবাদের চাঁন গাজী তালুকদারের বাড়িস্থ মো. হোসেন মানিকের বসতঘর হতে সিএনজিচালিত অটোরিকশা চুরি হয় গত ১৮ ডিসেম্বর।

এ চুরির ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতরের লক্ষ্যে গত বুধবার হইতে আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থান ও বাঁশখালী থানা এলাকা হতে আঞ্চলিক অটোরিকশা চোর চক্রের সক্রিয় মূল হোতা সহ আসামী মো. সুমন (২৭), মো. রিয়াদ (২২), দেলোয়ার হোসেন (২৬), আবু তালেব (৩১), আলমগীর হোসেন (৩৫), মো. রাসেল খাঁন (২৯), মো. আনিছ(২৬)কে গ্রেফতার করা হয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নির্দেশনায় ও তদারকিতে হাটহাজারী থানার এসআই(নিঃ) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় এসআই (নিঃ) নুর এ হাবিব ফয়সার সহ এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত আসামীদের দেখানো মতে চোরাইকৃত ৩টি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আজ শুক্রবার আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাকিব কোলকাতা নাইট রাইডার্সে
পরবর্তী নিবন্ধকিছু দেশের জন্য ভারতে কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক হচ্ছে