অটোরিকশার চালকের আসনের নিচে ফেন্সিডিল-আফিম

| বুধবার , ২৭ জুলাই, ২০২২ at ৫:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আফিম ও ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার ভূজপুর থানার নারায়ণ হাট আকবর পাড়া এলাকায় একটি অটোরিকশা থেকে এসব মাদক উদ্ধার করে র‌্যাব-৭ এর সদস্যরা। খবর বিডিনিউজের।
গাড়িটির চালক মাদক কারবারি জয়নাল আবেদীনকেও (৩০) গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়নাল তার আসনের নিচে ৯৮ বোতল ফেন্সিডিল ও ৫৩০ গ্রাম আফিম লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন। জয়নালের বাড়ি ভূজপুর থানার অলিপুর এলাকায়। তিনি বিভিন্ন সময়ে খাগড়াছড়ি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে র‌্যাবের ভাষ্য। র‌্যাব বলছে, মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে তাদের একটি দল ভূজপুর থানার নারায়ন হাট আকবর পাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি সিএনজি অটো রিকশায় তল্লাশি চালিয়ে ফেন্সিডিল ও আফিম জব্দ করে। এ ঘটনায় জয়নুলকে আসামি করে ভূজপুর থানায় মামলা করেছে র‌্যাব।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা কমছে