করোনার মধ্যে পরীক্ষা বাতিল করে অটোপাসের দাবিতে মানববন্ধন করেছে ২০২১ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা।
গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০/৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের দাবি- করোনার কারণে প্রায় ১০ মাস তারা ক্লাস করার সুযোগ পায়নি। মানববন্ধনে অংশ নিয়ে ‘ফিরিয়ে দাও দশমাস/নয় দাও অটো পাস’ শীর্ষক স্লোগানও দিতে শোনা যায় শিক্ষার্থীদের।