চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সদরঘাট থানার মাঝিরঘাট উপশাখার যুগ্ম সম্পাদক সদ্য প্রয়াত জাকির হোসেনের শোকসভা ও তাঁর পরিবারের নিকট অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক সভা সদরঘাট থানা অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল ভান্ডারীর সঞ্চালনায় গত বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদরঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাখাওয়াত হোসেন। প্রধান বক্তা ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের সহ সম্পাদক ওমর ফারুক, সদরঘাট থানার সেকেন্ড অফিসার এসআই ফারুকুল ইসলাম। বক্তব্য রাখেন ইউনিয়নের মাঝিরঘাট শাখার সভাপতি বশির আহমদ, সহসভাপতি শাহ আলম, ফিরিঙ্গী বাজার শাখার সভাপতি মো. সেলিম, সেক্রেটারি মো. আলাল, জাফর আহমদ, মো. হাসান, জামাল, মুহাম্মদ ফারুক প্রমুখ। অনুষ্ঠান শেষে মৃত জাকির হোসেনের পরিবারের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেন সদরঘাট থানার অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেনসহ অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।