চট্টগ্রাম মেক্সিমা-মাহিন্দ্রা অটোটেম্পু মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের এক সভা গতকাল চকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমন্বয় পরিষদের আহবায়ক মো. শওকত আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক জানে আলম মিস্ত্রি, নুর হোসেন মানিক, মনির হোসেন, সোহেল রানা, মহিউদ্দিন, শাহাব উদ্দিন, আনোয়ার হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, নগরীর ৫নং রোড (আমতল-চকবাজার-কালুরঘাট) ও ৪নং রোডে (কোতোয়ালী-কালুরঘাট) প্রায় ২শতাধিক অবৈধ গাড়ী চলাচল করছে। এর ফলে বৈধ গাড়ীগুলো চলাচল করতে পোহাতে হয় নানা হয়রানি। এসব সড়কে অবৈধ গাড়ী-বৈধ গাড়ী চালকদের মাঝে ত্রিমুখী বাদপ্রতিবাদ চলে। কোন কোন স্ট্যাশনে হাতাহাতির ঘটনাও ঘটেছে।
সভায় বক্তারা আরও বলেন, এ ব্যাপারে পুলিশ কমিশনার বরাবরে সমন্বয় পরিষদের পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগও দায়ের করা হয়েছে। এসব অবৈধ গাড়ি বন্ধ না হলে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ হওয়ার আশংকা রয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে তড়িৎ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে এই দুই সড়কে নৈরাজ্য আরো বৃদ্ধি পাবে। প্রেস বিজ্ঞপ্তি।