অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শনে আলিশা হাসান

মা ও শিশু হাসপাতাল

| শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

কানাডা ভিত্তিক সংগঠন অটিজম এবি ওয়ার্ল্ড সেন্টারের অটিজম এবি বিশেষজ্ঞ আলিশা হাসান গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সাথে তার বাংলাদেশি স্বামী কানাডায় বসবাসরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসিফ হাসান উপস্থিত ছিলেন। আলিশা হাসান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী।

এতে বাংলাদেশে অটিজম শিশুদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রোগ নির্ণয়, চিকিৎসা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যাপকভাবে উপকৃত হবে এবং বাংলাদেশে অটিষ্টিক শিশুদের চিকিৎসা সেবায় একটি নতুন দিগন্তের সূচনা হবে। আলিশা হাসপাতালের কার্যনির্বাহী কমিটি ও শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

এসময় হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান এবং অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, শিশু বিকাশ কেন্দ্রের সহযোগী অধ্যাপক ডা. ধনঞ্জয় দাশ, সহকারী অধ্যাপক ডা. ওয়াহিদা আক্তার লুবনা, সহকারী অধ্যাপক রেহেনা আহমেদ, জুনিয়র কনসালটেন্ট ডা. জাহাঙ্গীর আলম মুরাদ, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নাসমিন এ হায়াৎ, স্পিচ থেরাপিস্ট আবুল কাশেম শিহাবসহ শিশু বিকাশ কেন্দ্রের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগৃহনির্মাণ, দায়মুক্তি ও কারিগরি খাতে অনুদান ও শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধটেকনাফে ১১ কোটি টাকার মাদকসহ ৬ পাচারকারী আটক