আকাশপানে মেঘের ঘনঘটা বৃষ্টির রুমঝুম ঝঙ্কার, বুকের অতলে ধুকপুক শুরু হলো, কিসের এত বেদন জানা নেই আমার, জ্বলছি আমি অহর্নিশ পুড়ছে আমার নীরবতা! আবেগ আপ্লূত উদ্বেলিত হৃদয় কোণে উঁকি ঝুঁকি দিয়ে যায়, তোলপাড় হৃদয়ের অন্তঃপুরে উঞ্চতা ছড়ায়, উচাটন মন আমার, আকাশ জুড়ে ছাপিয়ে গেছে মেঘগুলো, ভালোবাসার অভিমানে আজ!
কখন যে ঝুমবৃষ্টি নামবে ভাবা যায় না,চারপাশ ঘিরে মেঘের জমাট অভিমান, হঠাৎ করেই ভেঙে দিয়ে সব, নেমে আসে ধরণীর বুকে ঝমঝম করে, মেঘের দল খুশীর উচ্ছ্বাসে গড়িয়ে গড়িয়ে যায়, আকাশের অপর পিঠে!
তুমি এসে অপেক্ষায় থাকলে, আশায় প্রহর গুণে গুণে ক্লান্ত অবসাদ হলে, ফিরে আসবে ভেবে ভেবে চঞ্চলতা ছুঁয়ে গেল তোমায়, অবশেষে দেখা মিলে গেল, চোখাচোখি হতেই মিলিয়ে গেল আলোছায়া মায়াবী দিবস রজনী, পড়ে থাকলো কেবলই বৃষ্টির অঝরে ঝরে যাওয়া, এঁদো কাদামাটির ভেসে আসা সোদাগন্ধ!