আমাকে অবহেলা করলে
তোমার জীবন হবে
নিরস গদ্যের মতন,
একঘেয়ে বোরিং
অপাঠ্য গতানুগতিক।
আমায় না দেখলে না জানলে
তোমার জানা হবেনা।
বিশুদ্ধ প্রেমের অকৃত্রিম মায়া
অচ্ছেদ্য বন্ধনে সবিশেষ উপভোগ্য মানবজীবন,
অবিরাম সুখ অপূর্ণ থেকে যাবে
আদি স্বর্গের অমৃতের সুধাপান।
তোমার কষ্ট হবে
অব্যক্ত অপ্রকাশিত কষ্ট।