অচেনা

মৃণালিনী চক্রবর্তী | রবিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

কখনো কখনো আপনজন ও অচেনা হয়,

শুধু তাকিয়ে দেখি ভালোবাসার রোদ্দুর,

কখন আলো ছায়া হয়ে আসে জীবনে,

না পোড়ায় তপ্ত দহনে।

এক টুকরো বিশ্বাস যখন মিশে যায় বালুচরে,

দুঃখ হয়, যাকে আকড়িয়ে মহীরুহের যাত্রা,

যার গায়ে কাব্য রচিত হয় মহাকালের,

তার মৃত্যু ও অনিবার্যকারণবশত হয়।

আর ভালোবাসা!

ভালোবাসা কি কখনো বিবর্ণ হয়?

স্বার্থের কষাঘাতে, অর্থের প্রাচুর্যে?

ভয়ানক হিংসা বিদ্বেষের যাতাকলে,

এই কথা সত্যি, অতি প্রেম,

শুধু কাছে টানে না, দূরে ও ঠেলে।