অচেনা বর্ষা

অঞ্জলি বড়ুয়া | মঙ্গলবার , ১৩ জুলাই, ২০২১ at ১০:২৭ পূর্বাহ্ণ

অঝোর বর্ষা ঝরছে অবিরত, সলিল গতিতে বয়ে চলেছে পানি ঝর্ণাধারার মত,
তবুও থমকে আছে জীবন, থমকে আছে শহর, রাস্তা, ব্যস্ততা যত।
খুব অচেনা মনে হচ্ছে বৃষ্টি, ফুল,পাখি, পানির সাথে ঝরে যাওয়া কৃষ্ণচূড়ার রং, আর সবুজ পাতা,
থমকে আছে ল্যাপটপ, বেঞ্চ, চেয়ার,টেবিল, বই খাতা, বেলকনির ফুলের টব, আর ঝুলানো অর্কিডের, বনানীর
বেতস লতা।
মাঝে মাঝে সাইরেন বাজিয়ে চলছে এম্বুলেন্স, দুএকটা
গাড়ি ছুটে যাচ্ছে সন্দিহান গতিতে,
এ যেন অচেনা বর্ষা,বদলে গেছে সব, বদলে গেছে নগর
আটপৌরে বন্দর, মিশে গেছে অজানা নিয়তিতে।
বদলে গেছে কলকাকলির ক্লাসরুম, ক্যাফেটেরিয়া,
চায়ের স্টল, ধোঁয়া ছড়ানো উনুনের চালা,
একটুও ভিজিয়ে দিতে পারছেনা,
দলছুট দুরন্তপনাদের সুপ্ত মনের জানালা।
বদলে গেছে কি সব আয়োজন, আসেনা তোমার টেলিফোন,হয়না ভালোবাসা বিনিময়,
আর কি কখনও, একবারও হবেনা কথা, রাখবেনা হাতের পর হাত, হবেনা চোখে চোখে প্রণয়।
তবে কিসের এত অপেক্ষা, এত জমে থাকা ব্যথা,
তাতো ধুয়ে নিতে পারছেনা এ বাদল ধারা,
তবে কি সব শেষ, আর কোলাহল মুখরিত হবেনা
এ প্রান্তর, পড়ন্ত বেলায় অস্তমিত সূর্যটা দিবেনা সাড়া!

পূর্ববর্তী নিবন্ধকী চমৎকার দেখা গেল!
পরবর্তী নিবন্ধলুঠেরাদের কবলে প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্প