অচল ইন্টারনেট সেবার উন্নয়ন চাই

| বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৬:৪৭ পূর্বাহ্ণ

বর্হিবিশ্বের সাথে তাল মিলিয়ে পড়ালেখাসহ সকল কাজে নিত্যনতুন তথ্য পাওয়ার জন্য ইন্টারনেট এখন প্রায় অত্যাবশকীয় উপাদান। চিকিৎসা, যানবাহনের টিকেট কাটা, খাবার অর্ডার দেয়া, গবেষণা ইত্যাদি নানাবিধ কাজে ইন্টারনেট ব্যবহার অনস্বীকার্য। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও এটা সত্যি যে আমাদের বিশ্ববিদ্যালয় গুলোতে ইন্টারনেট সেবা খুবই দুর্বল। এমন দুর্বল ডাটা কানেকশন শিক্ষার্থীদের অর্থ এবং সময় দুটোই অপচয় করে। বিশেষ করে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল এবং একাডেমিক বিল্ডিংগুলোতে ইন্টারনেট সুবিধা খুবই অপ্রতুল। তেমন কোনো কাজই করা যায় না এই ডাটা কানেকশন দিয়ে। এতে করে শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা ইত্যাদি কাজ ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় অতি দ্রুত ইন্টারনেট সেবার মান উন্নয়নে কার্যকরী পদক্ষেপ নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নিজাম উদ্দিন

শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধবিভূতিভূষণ সরকার: ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী
পরবর্তী নিবন্ধতোমরা যখন