অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশনের ‘স্বাবলম্বী প্রজেক্ট’ অনুষ্ঠিত

| মঙ্গলবার , ৯ এপ্রিল, ২০২৪ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেডিস ক্লাব প্রাঙ্গণে অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশনের ‘স্বাবলম্বী প্রজেক্ট’ ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দরিদ্র জনগোষ্ঠী হতে স্বাবলম্বী করার জন্য ৩ জনকে ৩টি রিকশা, ২ জনকে দুইটি ভ্যান গাড়ি এবং ৩ জনকে ৩ টি সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে দুইটি এতিমখানার ১১৫ জন এতিম শিশুকে ঈদের নতুন ড্রেস উপহার দেয়া হয়। অনুষ্ঠানে পেশাজীবী ৩০টি পরিবারে শুকনো বাজার প্যাকেটও উপহার দেয়া হয়। এই রমজান মাসে অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন ১৬টা এতিমখানার ৫০০০ এতিম শিশুকে ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত ইফতার এবং সেহরি পরিবেশন করেছে। সংগঠনের সভাপতি ক্যাপ্টেন আতিক ইউএ খান জানান, রমজান মাসের মধ্যেই উনারা উত্তরবঙ্গে ১৪টি টিউবওয়েল স্থাপন করেছেন। ৬০০ পরিবারের জন্য শুকনো বাজার প্যাকেট উপহার দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠন সভাপতি আতিক ইউএ খান, সহসভাপতি শহিদুল ইসলাম মামুন, সম্পাদক হেমায়েত উদ্দিন, প্রজেক্ট সম্পাদক আকাশ, যুগ্ম সম্পাদক সানাউল্লাহ মজিদী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এগিয়ে আসতে হবে : এটিএম পেয়ারুল
পরবর্তী নিবন্ধশুলকবহর ওয়ার্ডে কাউন্সিলর মোরশেদ আলমের চাল বিতরণ