অগ্রসার এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সভা

| রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৭:২০ পূর্বাহ্ণ

রাষ্ট্র ও সমাজ কতোটা গতিশীল তা নির্ভর করে দেশ বা সমাজে গণতন্ত্র কতোটা কার্যকর। একাত্তরের মুক্তিযুদ্ধের মূল দর্শন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। কিন্তু ৫৪ বছর পরও গণতন্ত্রের জন্য হাজার হাজার লোক জীবন দিচ্ছে। গণতন্ত্র ও আইনের শাসন না থাকলে রাষ্ট্রের সকল ধর্ম, জাতিক্ষুদ্র নৃগোষ্ঠী সমানভাবে বিকশিত হয় না। সমাজ বা রাষ্ট্র স্থবির হয়ে যায়।

গত ১৫ আগস্ট রাউজান অগ্রসার এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ট্রাস্টি সুশীল বড়ুয়া এসব কথা বলেন। সভায় আর্শীবাদক ছিলেন ২৯তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের। উদ্বোধক ছিলেন সহউপসংঘনায়ক সুনন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথের। বিশেষ অতিখি ছিলেন জ্ঞানানন্দ মহাথের, সুমিত্তানন্দ মহাথের, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা। স্বাগত বক্তব্য রাখেন অশোক বড়ুয়া। সভাপতিত্ব করেন মং হলা চিং। অনুষ্ঠান পরিচালনা করেন গবেষক অমল বড়ুয়া। অনুষ্ঠানে মং হলা চিং ও অমল বড়ুয়াকে বিশুদ্ধানন্দ ও সুগতানন্দ স্বর্ণপদক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মীরসরাইয়ে বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে জেএসইউএসের ৩ দিনব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন