সুস্থ সংস্কৃতি বিকাশে নগরীর বিশ্ব ব্যাংক আবাসিক এলাকার শিক্ষানন্দ স্কুল ভবনে অগ্নিবীণা সাংস্কৃতিক একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান গত ১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির চেয়ারম্যান সাবেক ব্যান্ড শিল্পী মঞ্চ অভিনেতা মো. নজরুল ইসলাম তুহিন। একাডেমির মহাসচিব আব্দুল হান্নান শিবলী’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান চৌধুরী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সংস্কৃতিক সম্পাদক আলী আজম চৌধুরী। উপস্থিত ছিলেন আকবরশাহ্ থানা বিএনপির যুগ্ম সম্পাদক পলাশ চৌধুরী, একাডেমির ভাইস চেয়ারম্যান মাস্টার খলিলুর রহমান, কোয়াড এইচ ব্লক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন। আরো উপস্থিত ছিলেন শেখ জামিল হোসেন, মাসুদ রেজা চৌধুরী, জহির উদ্দিন, অপু চৌধুরী আকাশ, মো. জিয়াউর রহমান শামীম, এ.এম রেজাউল করিম, শওকত আকবর, মনির আহাম্মেদ, রাসেল মোস্তাফিজ, মুন্না, রতন, জামীউল ইসলাম জীবন, ইকবাল হোসেন, আরিফ শোভন, বাবু, শিশু শিল্পি স্নিগ্ধা চৌধুরী, মোঃ নূরে সিয়াম আলিফ, রাহাতুল জান্নাত মীম প্রমুখ। বক্তারা বলেন, সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ বিনির্মাণে ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।