দৈনিক আজাদীতে সংবাদ প্রকাশের পর অগ্নিকাণ্ডে বই পুড়ে যাওয়া মো. হাবীবুর রহমানের (৯) পাশে দাঁড়িয়েছেন বোয়ালখালী উপজেলা আওয়ামী যুবলীগের সহ সম্পাদক সৈয়দ ইরফানুল আলম। গত শুক্রবার উপজেলা চেয়ারম্যানের বাসভবনে হাবীবের শিক্ষাসামগ্রীর জন্য পরিবারের কাছে নগদ অর্থ তুলে দেন তিনি।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. জাহেদুল হক,সৈয়দ শওকত হোসেন ও হাবীবের পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত ৯ জুলাই উপজেলার আমুচিয়া ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড বক্কর চেয়ারম্যানের বাড়িতে আগুন লেগে ১১ টা ঘর পুড়ে যায়। এসময় মো. হাবীবের ঘর ও বই পুড়ে যায়। আগুন নিভে গেলে সেই পুড়ে যাওয়া বইয়ের স্তুপের দিকে তাকিয়ে কাঁদতে থাকেন শিশুটি। গত ১০ জুলাই বুধবার ‘পোড়া বইয়ের পাশে বসে কাঁদছিল হাবীব’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।
সংবাদটি প্রকাশ হলে মুহুর্তে তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে হাবীবের খোঁজ নিতে থাকেন বিত্তবানরা। গত শুক্রবার বই কেনার জন্য তাঁর পাশে দাঁড়ান সৈয়দ ইরফানুল আলম।