অক্সিজেন মোড়ে চলন্ত রিকশায় বিদ্যুতের তার ছিঁড়ে চালক দগ্ধ

আজাদী অনলাইন | রবিবার , ১৪ মে, ২০২৩ at ১২:২৬ অপরাহ্ণ

রিকশার উপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে জাহেদ আলী (৩৮) নামে এক চালক দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে অক্সিজেন মোড়ের গাউছিয়া তোরণের বাম পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জাহেদ আলীর বাড়ি রংপুর লালমনিরহাটে। তিনি চট্টগ্রাম নগরের ট্যানারি বটতল এলাকায় থাকতেন।

বায়েজিদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, খবর পেয়ে ১ম কল পানিবাহী গাড়ি ও ফোটন গাড়ি যোগে টিমসহ ওই আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে ফোটন গাড়ি করে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে সেখানে ভর্তি করানো হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ধুরুং ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খালে
পরবর্তী নিবন্ধআমাদের ঝুঁকি কমেছে: আবহাওয়া অধিদপ্তর