নগরীর অক্সিজেন মোড় এলাকার নাগরিক হাসপাতালের দুটি ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল সন্ধ্যায় ৬টা ১০ মিনিটের দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন বায়েজিদ ফায়ার স্টেশনের কর্মকর্তারা। বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কামরুজ্জামান বলেন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নাগরিক হাসপাতালের ৫ম ও ৬ষ্ঠ তলার দুটি ফ্লোরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। একটি ফ্লোরে ছিল জেনারেল বেড, আরেকটি ফ্লোরে ছিল রোগীদের কেবিন। আগুনের খবরে বায়েজিদ ফায়ার স্টেশন থেকে ২টি এবং আগ্রাবাদ থেকে একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।












