অক্সিজেনে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ১০:০১ পূর্বাহ্ণ

কর্মস্থলে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড় সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় সাদিয়া বেগম (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী কেডিএস টেক্সটাইল লিমিটেডের কর্মী ছিলেন। বাড়ি বাঁশখালী উপজেলায়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম জানান, সকালে ওই নারী বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। অঙিজেন এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম নগর থেকে নাজিরহাটগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধআতিউর, বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধস্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর