অক্টোবরে আসবে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল

| বুধবার , ২ আগস্ট, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের একটি প্রাকনির্বাচনী পর্যবেক্ষক দল অক্টোবরে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। গতকাল ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ খবর দেন। খবর বিডিনিউজের।

রাষ্ট্রদূত বলেন, আমি সিইসিকে জানিয়েছি, অক্টোবরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র একটি প্রিঅ্যাসেসমেন্ট ইলেকশন মনিটরিং টিম পাঠাবে। এ টিমে বিশেষজ্ঞরা থাকবেন, যাদের নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিয়ে অভিজ্ঞতা রয়েছে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশে ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচন প্রত্যাশা করে জানিয়ে পিটার হাস বলেন, যাতে বাংলাদেশের জনগণ জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেন। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধিদল পাঠাবে কিনা সে সিদ্ধান্ত নিতে ইউএর একটি প্রতিনিধিদল জুলাই মাসে বাংলাদেশ সফর করে গেছে।

পূর্ববর্তী নিবন্ধদুর্যোগপূর্ণ আবহাওয়ায় ইলিশ ধরা বিঘ্নিত
পরবর্তী নিবন্ধগোপনীয়তা প্রকাশ করায় চবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি