বাংলাদেশের ক্রিকেটে খান পরিবার বলতে বুঝায় আকরাম খানদের পরিবার। যে পরিবারের তিনজন খেলেছেন জাতীয় দলে। একজন এখনো খেলছেন। তিনি তামিম ইকবাল। সে তামিম ইকবালের চাচা এবং আকরাম খানের ছোট ভাই সাবেক ক্রিকেটার আকবর খান বুধবার রাত ৩.৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না … রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি দীর্ঘ দিন যাবত কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল বাদ আছর আকবর খানের প্রিয় প্রাঙ্গন আউটার স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চাচার মৃত্যুতে এক ফেসবুক স্ট্যাটাসে তামিম ইকবাল লিখেছেন তিনি শুধু আমার চাচা ছিলেন না, আমার ক্রিকেট জীবনের প্রথম কোচ। আমার আজকের পর্যায়ে আসতে তার ভূমিকা ছিল সবচাইতে বেশি। আমার ক্রিকেট জীবনের শুরুতে তিনিই আমাকে গড়ে তুলেছেন। তামিম চাচার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সবার আদরের ছোট ভাইয়ের এই অকাল মৃত্যুতে বাংলাদেশের ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী আকরাম খান যেন বাকরুদ্ধ। স্মৃতিচারন করতে গিয়ে চোখ দিয়ে বারবার পানি গড়িয়ে পড়ছিল। আগের রাতেও কথা বলেছেন। কিন্তু পরদিন এভাবে ভাইয়ের চলে যাওয়া দেখতে হবে সেটা স্বপ্নেও ভাবেননি আকরাম খান। চট্টগ্রামের ক্রিকেটে দারুন জনপ্রিয় একজন ক্রিকেটার ছিলেন আকবর খান। দারুন মারকুটে ব্যাটসম্যান ছিলেন।
গতকাল জানাজায় উপস্থিত তার সতীর্থ থেকে শুরু করে ক্লাব কর্মকর্তা এমনকি পাড়া প্রতিবেশীরাও আকবরের এমন চলে যাওয়া মানতে পারছেন না। নিজের ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তোলার স্বপ্ন ছিল আকবরের। বাবার মৃত্যুর সময় আকবরের ছেলে আহনাফ খান চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৪ দলের হয়ে খেলতে খুলনায় ছিলেন। ছেলের ক্রিকেটার হওয়ার পথ তৈরি করে দেওয়া আকবর খান নিজ ছেলের উঠে আসাটা আর দেখবেন না। এদিকে সাবেক ক্রিকেটার আকবর খানের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব আলি আব্বাস, সাধারন সম্পাদক সিরাজুদ্দিন মো. আলমগীর, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মমিনুর রহমান, সহ সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন, অতিরিক্ত সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর, কল্লোল সংঘের সহ সভাপতি নাসির মিয়া সহ অনেকে গভীর শোক প্রকাশ করেন।