অংশ নেওয়ার ঘোষণা দিয়েও সরে দাঁড়াল সমমনা

জেলা আইনজীবী সমিতি নির্বাচন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০২৪ at ৫:২৪ পূর্বাহ্ণ

জেলা আইনজীবী সমিতি নির্বাচন২০২৪ এ অংশ নেওয়ার ঘোষণা দিয়েও শেষ সময়ে মাঠ থেকে সরে দাঁড়িয়েছে সমমনা আইনজীবী সংসদ। সংগঠনটির কেউ মনোনয়নপত্র সংগ্রহ করছেন না বলে জানানো হয়েছে। ‘পরিবেশ অনুকূলে না থাকায়’ গত দুইবারের ন্যায় এবারও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল মুনির চৌধুরী টিপু। আজাদীকে তিনি বলেন, আমরা নির্বাচনে যাব ঘোষণা দিয়েছিলাম। কিন্তু পরিবেশ অনুকূল মনে না হওয়ায় আমরা সরে দাড়িয়েছি। সংগঠনের নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। পরের বার থেকে আমরা নির্বাচনে অবশ্যই থাকব।

আইনজীবী সমিতি সূত্র জানায়, গত বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে নিজেদের পরিচয় দিয়ে আসা সমমনা আইনজীবী সংসদ ২০১৯ ও ২০২০ সালে সভাপতি ও সেক্রেটারি পদে এবং ২০২১ সালে শুধু সেক্রেটারি পদে নির্বাচন করে একটিতেও জিততে পারেনি। এরপর সর্বশেষ দুটি র্অথাৎ ২০২২ ও ২০২৩ সালের নির্বাচনে সংগঠনটি আর প্রার্থীও দেয়নি। ফলে এসব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মূলত আওয়ামী লীগপন্থী সমন্বয় পরষিদ ও বিএনপিপন্থী ঐক্য পরষদের প্রার্থীদের মধ্যে। তবে সমমনা আইনজীবী সংসদ নির্বাচনে যাবে এমন ঘোষণার পর গত দুই বারের মতো এবার আর দ্বিমুখী না হয়ে ত্রিমুখী নির্বাচন হচ্ছে এমন ধারাণা করছিলেন সংশ্লিষ্টরা। কিন্তু শেষ দিকে এসে নির্বাচন থেকে সমমনার সরে পড়ার মাধ্যমে সেটি আর হচ্ছে না।

আইনজীবী সমিতিসূত্র আরো জানায়, এবারের নির্বাচনে পূর্ণ প্যানেলে (২১ টি পদ) নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামীপন্থী সমন্বয় পরিষদ ও বিএনপিপন্থী ঐক্য পরিষদ। আওয়ামীপন্থী সমন্বয় পরিষদ জানায়, এবারের নির্বাচনে সংগঠনটি সভাপতি পদে মনোনয়ন দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেমকে (সাবেক সভাপতি)। সেক্রেটারি পদে মুহাম্মদ ফখরউদ্দিন জাবেদ মনোনয়ন পেয়েছেন। বিএনপপিন্থী আইনজীবী ঐক্য পরষিদ সূত্র জানায়, সংগঠনটি সভাপতি পদে মো. নাজিম উদ্দিন চৌধুরী (বর্তমান সভাপতি) ও সেক্রেটারি পদে আশরাফ হোসন কাজলকে মনোনয়ন দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধ৭৫০ যাত্রী নিয়ে কক্সবাজার স্টেশনে ৫ ঘণ্টা অপেক্ষা পর্যটন এক্সপ্রেসের
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে ভর্তি দুই করোনা রোগী