অংকুর স্কুল শিক্ষককে প্রভিডেন্ট ফান্ডের চেক হস্তান্তর

| বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর, ২০২০ at ১১:০৬ পূর্বাহ্ণ

অংকুর সোসাইটি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেল আফরোজকে তার কর্মময় জীবনের প্রভিডেন্ট ফান্ডের অর্জিত অর্থের চেক হস্তান্তর করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আ জ ম নাছির উদ্দীন। গত মঙ্গলবার সাবেক মেয়রের বাসভবনে এ চেক হস্তান্তর করা হয়।
এসময় তিনি শিক্ষক দেল আফরোজের দীর্ঘ শিক্ষকতা জীবনের ভূয়সী প্রশংসা করেন। চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপ্তি সেনগুপ্ত, হিসাবরক্ষক ইমরান হোসেন জুয়েল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ ফটিকছড়ি শাখার সম্মেলন আজ
পরবর্তী নিবন্ধহুমকি-ধমকিতে বন্ধ হবে না বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ