৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম শিশু একাডেমিতে প্রতিযোগিতা

| মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন চট্টগ্রামের ব্যবস্থাপনায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার ছোট শিশুদের শ্রেণিভিত্তিক দুটি বিভাগে ভাগ করে ছড়া পাঠ প্রতিযোগিতা এবং ১১টায় শ্রেণিভিত্তিক তিনটি বিভাগে ভাগ করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা সম্পন্ন হয়। বিকেলে একই জায়গায় বিভিন্ন ক্যাটাগরিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি প্রতিযোগিতায় মোট ৩৯০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। খবর বাসসের।

এ বিষয়ে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ উদ্দিন বলেন, বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম প্রতিবছরের ন্যায় এবছরও ৭ মার্চ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। শিশুরা যাতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে তারজন্য প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিযোগিতায় নগরীর অনেক শিশুর সম্পৃক্ততা রয়েছে। ফলে শিশুরা তাদের প্রতিভা প্রকাশের সুযোগ পায়। তাদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হয়। তাছাড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা দেশের প্রতি তাদের ভালবাসা অনুধাবন করবে।

পূর্ববর্তী নিবন্ধমহানগরী স্কুল হ্যান্ডবল লিগ সম্পন্ন
পরবর্তী নিবন্ধপাঠক-দর্শকদের কাছে টানতে চাই সৃষ্টিশীল কাজ