৭ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৬:৩৮ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালি এলাকা থেকে ডবলমুরিং ও পাহাড়তলী থানার ৭টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ১২ নম্বার সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফ খান। গতকাল বিকালে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওযাত হোসেন আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড়তলী থানার ছয়টি সিআর সাজা পরোয়ানা এবং নগরীর ডাবলমুরিং থানার অপর একটি সিআর সাজা পরোয়ানা মূলে মো. আশরাফ খানকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধধোপাছড়িতে আগুনে পুড়ল নয় দোকান
পরবর্তী নিবন্ধদুই বছরের প্রশিক্ষণে জাপান যাচ্ছেন চসিক পরিচ্ছন্ন তত্ত্বাবধায়ক