সীতাকুণ্ডে অনুমোদনহীন কৃষিপণ্য মজুদ ও বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন এ অভিযান পরিচালনা করেন।উপজেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানে কৃষি বিপণন আইন ও মৎস্য আইনে লাইসেন্সবিহীন কৃষিপণ্য মজুদ ও বিক্রির দায়ে কলার আড়ৎদার হারাধন সাহাকে ২ হাজার, দিলীপ কুমারকে ২ হাজার, মূল্য তালিকা প্রদর্শন না করায় চাল ব্যবসায়ী প্রদীপ চন্দ্র দাশকে ৩ হাজার এবং মুদি দোকানদার জামাল উদ্দীনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর জেলা মার্কেটিং অফিসার রেজাউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দীন চৌধুরী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, বাজার কমিটির সভাপতি রেজাউল করিম বাহার ও সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন।