করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ছয় দিন পর ছাড়া পেয়েছেন শচিন টেন্ডুলকার। বাড়ি ফিরলেও আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। বাড়ি ফেরার পর বৃহস্পতিবার টুইটারে চিকিৎসকদের ধন্যবাদ জানান আগামী ২৪ এপ্রিল ৪৮ বছর পূর্ণ করতে যাওয়া টেন্ডুলকার। ‘সবেমাত্র হাসপাতাল থেকে বাসায় এসেছি। বিশ্রাম নিতে ও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আইসোলেশনেই থাকব।’ ‘সব স্বাস্থ্যকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ, যারা আমার এত ভালো যত্ন নিয়েছেন এবং এরকম কঠিন পরিস্থিতিতে এক বছরের বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।’
গত ২৭ মার্চ কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন টেন্ডুলকার। এরপর ২ এপ্রিল হাসপাতালে ভর্তি হন তিনি। বাড়তি সতর্কতার অংশ হিসেবেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে তখন জানিয়েছিলেন সাবেক এই ব্যাটসম্যান।












