দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর বেড়িবাঁধ রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য নদীর ২৯ কিলোমিটার এলাকায় ২৯ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ৬ নম্বর ছিপাতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলমকুম বেড়িবাঁধ এলাকায় কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন। হাটহাজারী উপজেলা প্রশাসন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহযোগিতায় এই উদ্যোগ গ্রহণ করে। এসময় চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহ বন সংরক্ষক এ জেড হাসানুর রহমান বলেন, হাটহাজারী রেঞ্জের আওতাধীন হাটহাজারী-নাজিরহাট হালদাকে রক্ষা করা জন্য স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে নদীর দুই পাশে ২৯ কিলোমিটার এলাকায় ২৯ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে যা ১০ বছর পর কর্তন করা হবে। যেহেতু এ কার্যক্রমে উপকারভোগী নিয়োগ করা হবে তাই তাদেরকে ৪৫ ভাগ শেয়ার দেওয়া হবে। কার্যক্রমে উপস্থিত ছিলের হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী, ফরেস্টার রেজাউল করিম, ছিপাতলী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আহাসান লাভু, সহ-ফরেস্টার আশুতোষ দাশ, মো. জসিমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উপকারভোগিরা।