হাটহাজারীতে যানজট নিরসনে অভিযান অর্থদণ্ড

হাটহাজারী প্রতিনিধি

| বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মহাসড়কে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে গতকাল বুধবার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। যানযট ও দুর্ঘটনা রোধে চট্টগ্রামহাটহাজারী মহাসড়কের বড়দীঘির পাড় এলাকায় পরিচালিত অভিযানে ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে যানযট সৃষ্টিকারী গাড়ির মালিকদের। অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, চট্টগ্রামহাটহাজারী মহাসড়কে বড়দীঘির পাড় এলাকায় এক শ্রেণির গাড়ি চালক ও মালিক সড়কে চলাচলে শৃঙ্খলা না মেনে এলোপাতাড়ি গাড়ি দাঁড় করিয়ে যানযট সৃষ্টি করে জনদুর্ভোগ বৃদ্ধি করে থাকে। ফলে প্রতিনিয়ত এই মহাসড়কে চলাচলকারীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার গাড়ি চালকদের সতর্ক করা হলেও তারা বিষয়টি উপেক্ষা করে আসছে। ফলে জনদুর্ভোগ লাঘব করতে বুধবার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।

দুপুর ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে যানজট সৃষ্টিকারী বিভিন্ন যানবাহন মালিককে সড়ক পরিবহন আইন ২০১৮ ও দন্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় ৫ টি মামলা দায়ের করে ১৭ হাজার টাকা জরিমানা করে ডিসিআর মূলে আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান জামান বাচ্চুসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারগণ।

নির্বাহী অফিসার বলেন, মহাসড়কে যানজট, দুর্ঘটনা ও অপঘাতে মৃত্যু হ্রাস করতে পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। এর প্রেক্ষিতে হাটহাজারীতে মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট সৃষ্টিকারী যানবাহন ও স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়। তারপরও সরিয়ে না নেওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। সামনের দিনগুলোতে এ বিষয়ে প্রয়োজনে আরও অভিযান পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপরিবার খুঁজে পেলেন সৌদি ফেরত সেই বৃদ্ধ প্রবাসী
পরবর্তী নিবন্ধমোটর সাইকেল চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে