হাটহাজারী খেলোয়াড় সমিতির উদ্যোগে রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিকস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় রিলায়েন্স ভেটার্ন ফুটবল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল আজ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রথম সেমিফাইনালে চকবাজার ১৬নং ওয়ার্ড ভেটার্ন ফুটবল একাদশ মুখোমুখি হবে হাটহাজারী খেলোয়াড় সমিতির বিপক্ষে এবং দ্বিতীয় সেমিফাইনালে রাত ৮. ৩০ মিনিটে মাদারবাড়ী মুক্তকণ্ঠ গ্রিনের মুখোমুখি হবে মোহরা ফুটবল একাডেমি।
এর আগে চকবাজার ১৬নং ওয়ার্ড ভেটার্ন ফুটবল একাদশ ২–০ গোলে রাউজান উপজেলা ক্রীড়া সংস্থাকে এবং দ্বিতীয় খেলায় মোহরা ফুটবল একাডেমি টাইব্রেকারে ৫–৪ গোলে চকবাজার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। ম্যাচ শেষে হাটহাজারী খেলোয়াড় সমিতির সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রুবেলের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের যথাক্রমে পাভেল ও মো. শফিকে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ–পরিচালক সোলায়মান চৌধুরী বিশেষ অতিথি এডভোকেট মোহাম্মদ ইসমাইল,প্রধান পৃষ্ঠপোষক মো. রাশেদ, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. জাফর, সাবেক সভাপতি আসলাম মোরশেদ, এস,এম সাইদুর রহমান,শাহেদুল আলম শাহিন, মো. রাশেদ, সেলিম চৌধুরী মানিক, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল জসিম প্রমুখ।












