হাটহাজারী পৌরসদরস্থ ১নং ওয়ার্ড পশ্চিম দেওয়ান নগর সুজানগর এলাকার হানিফ সওদাগরের দোকানের ছাদের উপর থেকে ৮ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ।গতকাল শনিবার দুপুরে এসআরটিবিডি সহযোগিতা রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদেরের নেতৃত্বে সাপটি উদ্ধার করা হয়।
রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন, তিনি জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের একটি টিম ও এসআরটিবিডি সহযোগিতা পৌরসদরস্থ ১নং ওয়ার্ড পশ্চিম দেওয়ান নগর সুজানগর এলাকার স্থানীয় দোকানে যায়।
এই সময় দোকানের ছাদের উপর থেকে ৮ ফুট লম্বা ৯ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়। পরবর্তীতে সাপটিকে হাটহাজারী বন বিটের আওতাধীন গভীর বনে ছেড়ে দেওয়া হয়।