হাটহাজারীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

আজাদী অনলাইন | বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ২:১৮ অপরাহ্ণ

হাটহাজারীতে নিখোঁজের দুই দিন পর মো. মাহমুদুল্লাহ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ নভেম্বর) সকালে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইসতেমা মাঠ সংলগ্ন একটি বিদ্যুতের খুটির নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মাহমুদুল্লাহ মির্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদ আলী তালুকদার বাড়ির মৃত মো. শফির ছেলে।

স্থানীয়রা জানান, মাহমুদুল্লাহ গত ২ দিন ধরে নিখোঁজ ছিলেন। স্বজনরা অনেক সন্ধান করার পর খোঁজ না মেলায় হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি করে। পরে আজ সকালে মরদেহের সন্ধান পেলে পুলিশকে খবর দেওয়া হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী ড্রাইডকের কাজ বন্ধের নির্দেশ
পরবর্তী নিবন্ধসেমিফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে পাকিস্তান