হাটহাজারীতে গতকাল বৃহস্পতিবার গলায় ফাঁস লাগিয়ে মো. এনাম প্রকাশ বাচা (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আবদুল হক মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটেছে। সে স্থানীয় মৃত ফুল মিয়া পুত্র। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরুত হাল প্রতিবেদন তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। তবে আত্মহত্যার কারন জানা যায়নি। সে ২ মেয়ে ও ১ ছেলের জনক।
১১ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদিন জানান, ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আবদুল হক মেম্বারের বাড়ির মৃত ফুল মিয়ার পুত্র মো. এনাম প্রকাশ বাচা গতকাল বৃহস্পতিবার সকালে পরিবারের অজান্তে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করে না পেয়ে ঘরের বন্ধ দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ এসে লাশের সুরুত হাল প্রতিবেদন তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। গতকাল ময়না তদন্তের পর বাড়িতে এনে তাকে দাফন করা হয়েছে ।












