স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করে আলোর পথে ফিরে আসা কঙবাজারের মহেশখালীর তালিকাভুক্ত জলদস্যু আলাউদ্দিনকে (৩০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ৫ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের সামিরা ঘোনায় এ ঘটনা ঘটে। তিনি মোহাম্মদ শাহ ঘোনার মোঃ নাজিম উদ্দিন লেদুর পুত্র। তিনি ২০১৯ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে জলদস্যুর জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন।
এলাকাবাসী জানায়, কালারমার ছড়ার ছামিরা ঘোনায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে একদল দুর্বৃত্ত শুক্রবার রাত সাড়ে ৮টায় আলা উদ্দিনকে নোনাছড়ি থেকে বাড়ি ফেরার পথে কালুর ব্রিজ নামক স্থানে ইজিবাইক থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। মারাত্মক জখম করে অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে চকরিয়ায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছামিরা ঘোনা এলাকায় প্রতিপক্ষের ৪টি বাড়িতে লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে এলাকাবাসী। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিস নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হাতে আলাউদ্দিন খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। খুন ও অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবরও কালারমার ছড়ায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলি ও কোপে খুন হন যুবলীগের সাবেক সহ-সভাপতি রুহুল কাদের রুবেল। মাত্র ২৫ দিনের মধ্যে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গতকাল শনিবার সন্ধ্যায় কালারমার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহত আলা উদ্দিনের জানাজা সম্পন্ন হয়েছে।










