স্ত্রী, দুই সন্তানসহ এমপি জাফরকে দুদকের নোটিশ

সম্পদের হিসাব দিতে হবে কাল

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫২ পূর্বাহ্ণ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের সিদ্ধান্তের পর এবার সেই অবৈধ সম্পদের হিসাব দাখিল করতে কঙবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, স্ত্রী শাহেদা বেগম এবং দুই সন্তানকে নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আগামীকাল দুদক কক্সবাজার কার্যালয়ে হাজির হয়ে আলাদাভাবে সম্পদের হিসাব দিতে তাদেরকে পৃথক নোটিশে নির্দেশ দেওয়া হয়। গত ২৪ আগস্ট দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন তাঁদের নামে আলাদা নোটিশ ইস্যু করেন। নোটিশ দেওয়া হয়েছে সংসদ সদস্য জাফর আলম, তাঁর স্ত্রী শাহেদা বেগম, ছেলে তুহিন আলম ও মেয়ে তানিয়া আফরিনকে।
তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, জাফর আলম ক্ষমতা ও প্রভাবকে কাজে লাগিয়ে নিজে এবং স্ত্রী শাহেদা বেগম সরকারি জমি, চিংড়ির ঘের, জলমহাল দখল, মাদক কারবার, চাঁদাবাজি এবং অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন।
নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করে এমপি জাফর আলম বলেন, আমার বিরুদ্ধে দুদকে করা অভিযোগে আমাকে উপস্থাপন করা হয়েছে আমি হুন্ডি ব্যবসায়ী। আমার স্ত্রী নাকি মাদক ব্যবসা করে অবৈধ সম্পদ অর্জন করেছে। এসব অভিযোগের পেছনে দলেরই লোকজন জড়িত। তিনি বলেন, দুদককে তদন্ত কাজে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘ভাড়া নয়, বর্গফুটের ভিত্তিতে কর ধার্য হোক’
পরবর্তী নিবন্ধগুইমারায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সংগঠক নিহত