সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সভা

| সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ২০৯ টি শাখার মধ্যে প্রায় অর্ধেক শাখাই (১০৩টি) চট্টগ্রামের বিভিন্ন জেলাউপজেলায় অবস্থিত। যেখানে প্রায় ২০,,৮২ জন মাঠকর্মী সোনালী লাইফের পলিসি সমূহের মাধ্যমে জীবনবীমা সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। সারাবছর ব্যাপী চলমান নানা বিজনেস ডেভেলাপমেন্ট প্রোগ্রামের ন্যায় চট্টগ্রামের এলজিইডি ভবনে টিম মহিউদ্দিন ফারুকীর উদ্যোগে আয়োজিত হয়– Ending Business & Skill Development Meeting

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী লাইফের পরিচালক শেখ মোঃ ড্যানিয়েল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সোনালী লাইফের উপ ব্যবস্থাপনা পরিচালক এসএম মহিউদ্দিন ফারুকী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক সত্যজিৎ দাশগুপ্ত, মাওলানা মোঃ আলাউদ্দিন এবং চট্টগ্রামের সকল ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটবৃন্দ।

এতে বক্তারা বলেন, ২০২৪ এ শত প্রতিকূলতা সত্ত্বেও গ্রাহকের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষার পাশাপাশি যথাসময়ে বীমা দাবি ও সাত দিনের মধ্যে মৃত্যুদাবি পরিশোধে সোনালী লাইফ অনন্য। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত সোনালী লাইফ সর্বমোট ৩৭,৯৫৩ টি বীমাদাবী পরিশোধ করেছে যার আর্থিক পরিমাণ তিনশত তিন কোটি বত্রিশ লক্ষ ষোল হাজার পাঁচশত দুই টাকা। যার মধ্যে মেয়াদপূর্তি সুবিধা পরিশোধ করা হয়েছে ২৫,০২৬ টি, আর্থিক পরিমাণ দুইশত ষোল কোটি একুশ লক্ষ বিরাশি হাজার চারশত বায়ান্ন টাকা এবং অন্যান্য বীমাদাবী পরিশোধ করা হয়েছে ১২,৯২৭ টি যার আর্থিক পরিমাণ সাতাশি কোটি দশ লক্ষ চৌত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধর‌্যাংগস বিজয় উৎসব-২০২৪ ক্যাম্পেইনের উদ্বোধন
পরবর্তী নিবন্ধসিভাসুতে ডিভিএম ইন্টার্ন ফিডব্যাক প্রোগ্রাম