সেমিতে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই যুব এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দল। শ্রীলংকার বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচটি ছিল বেশ নাটকীয়। যেখানে ৭ রানের হারে ‘বি’ গ্রুপের রানারআপ হয়ে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তান। শ্রীলংকা ও ভারত দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।দুটি সেমিফাইনালই শুরু হবে আগামীকাল শুক্রবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায়। ফাইনালে ওঠার লক্ষ্যে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মোকাবিলা করবে। একই সময়ে ভারত ও শ্রীলংকান যুবারা খেলবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতসহ গ্রুপপর্বে তিনটি ম্যাচেই জিতেছে পাকিস্তানি যুবারা। তাদের চ্যালেঞ্জ সামলেই বাংলাদেশকে ফাইনালে উঠতে হবে। দুই সেমিফাইনালের জয়ী দল আগামী ৮ ডিসেম্বর সকাল ১১টায় পরস্পর মোকাবিলা করবে অ১৯ এশিয়া কাপের ফাইনালে।

পূর্ববর্তী নিবন্ধবোলিং ইউনিটের প্রশংসা তাইজুলের কণ্ঠে
পরবর্তী নিবন্ধনাহিদ রানাকে টি-টোয়েন্টিতে পরখ করবেন কোচ সিমন্স