হাটহাজারীতে সুপারী পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক অন্তঃসত্ত্বাসহ দুই নারী আহত হয়েছেন। গতকাল রোববার উপজেলার ফতেপুর ইউনিয়নের খয়রাতি মিয়া বলির বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মো. আব্দুল মোনাফের স্ত্রী রহিমা বেগম (৪০) ও তার সন্তান-সম্ভবা মেয়ে শারমিন সুলতানা রীমা (২৫)। এ ঘটনায় রহিমা বেগমের স্বামী মো. মোনাফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত রহিমা বেগম জানান, সকালে আমাদের জায়গায় সুপারি গাছ থেকে মো. নবী (৫৫), তার স্ত্রী খুরশিদা বেগম (৪৬) ও তাদের ছেলে মোরশেদ (২৬) সুপারি পাড়তে গেলে আমি বাধা দিই। এতে তাদের আরেক ছেলে খোরশেদ (২৩) সহ বাকিরা দা-ছুরি নিয়ে আমার উপর হামলা করে। আমার চিৎকারে মেয়ে রীমা ঘটনাস্থলে এলে তাকেও মারধর করতে থাকে। এক পর্যায়ে খোরশেদ তার তলপেটে লাথি মারে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে আমার স্বামী ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আমাদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেঙে ভর্তি করায়।
এ ব্যাপারে মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, মারধরের ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে ঘটনার তদন্তে একজন অফিসার নিয়োগ ও স্থানীয় চেয়ারম্যানকে অবগত করা হয়েছে।












