ঢাকার নায়ক ফেরদৌস আহমেদ। পাশাপাশি কাজ করেছেন কলকাতায়, টলিউডে। ফলে সেখানকার অন্যতম তারকা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব। যদিও নিজ নিজ ব্যস্ততায় তাদের মধ্যে অনেক দিন দেখা হয়নি। তবে গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক হলেন তারা। ফলে বন্ধুত্বের গল্প নতুন করে উঠে এলো প্রাসঙ্গিকভাবেই।
জানা গেছে, কিংবদন্তি সুচিত্রা সেনকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠেয় একটি চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলনের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকায় এসেছেন ঋতুপর্ণা। একই আয়োজনে ছুটে গেলেন বন্ধু ফেরদৌসও। সেখানে বন্ধুকে পাশে বসিয়ে অভিনেত্রী বলেছেন, আজ আমি আরও আপ্লুত ও আনন্দিত, আমার প্রিয় বন্ধু ফেরদৌস এখন সংসদ সদস্য। আই এম সো প্রাউড অব হিম। অনেক কাজ করেছি একসঙ্গে, করছি, করবো আগামীতে। তবে কাজের চেয়ে আমাদের বন্ধুত্বের জায়গাটা বড়। আমরা সবসময় আলোচনা করতাম, আরও ভালো কী কাজ করা যায়। ওর স্বপ্ন ছিল, সেটা পূরণ হয়েছে।
 
        
