সীতাকুণ্ডে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১০:৪০ পূর্বাহ্ণ

শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া। উদ্বোধক ছিলেন স্মৃতি সংসদের সাবেক পরিচালক হোসাইন মো. মজিবুল হক শুক্কুর।
শহীদ লিয়াকত স্মৃতি সংসদ সীতাকুণ্ড জোনের উপদেষ্টা মোহাম্মদ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এবং অনুষ্ঠানের আহবায়ক মুহাম্মদ সাহাব উদ্দীনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, কুমিরা লতিফা সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, আ.ও.ম ফারুক হোসাইন, মো. শফিকুল ইসলাম আস-সাঈদী, মো. নিজাম উদ্দিন, মো. ইব্রাহীম জিহাদী, এম.এ মান্নান জিকু, মোস্তাফিজুর রহমান, মো. আব্দুল্লাহ আল-মামুন, মো. আলাউদ্দিন, মো. গিয়াস উদ্দিন, মো. মন্‌জুরুল আলম, সালাহ্‌ উদ্দিন, এসকান্দর মিয়া, মিনহাজুল আবেদিন জোনায়েদ, মো. এমরান, হাফেজ মো. রাকিব হায়দার প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুহাম্মদ মুসলিম উদ্দীন নঈমী ও মুহাম্মদ ওমর ফারুক।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প
পরবর্তী নিবন্ধবিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সদস্য সংগ্রহ অভিযান