সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে গরিব ও দুস্থ ৩৫০ পরিবারে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বাড়বকুণ্ড ইউপি কার্যালয়ে দুস্থ পরিবারে নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ও বাড়বকুণ্ড আওয়ামী লীগের সভাপতি ছাদাকাত উল্লাহ মিয়াজীর সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদের সচিব আজিজুর রহমান চৌধুরী জুয়েলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বাড়বকুণ্ড ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওরেঙ্গজেব সাবু, বাড়বকুণ্ড ইউপি প্যানেল চেয়ারম্যান ও সদস্য ইসমাইল হোসেনসহ ইউনিয়ন পরিষদের সকল মেম্বার ও মহিলা মেম্বারবৃন্দ।











