চিটাগাং ক্লাব আয়োজিত সিসিএল বারকোড–রিটজি গ্রুপ স্নুকার এন্ড পুল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২২ জুন রাতে অনুষ্ঠিত হয়। পুল ফাইনালে আয়াজ ইসলাম চৌধুরী ১১–৮ গেমের ব্যবধানে সৈয়দ আরশাদুল হককে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুর্নামেন্টের যৌথ পৃষ্ঠপোষকদ্বয় বারকোড গ্রুপের স্বত্ত্বাধিকারী মঞ্জুরুল হক (মঞ্জু) ও রিটজি গ্রুপের এমডি মীর্জা মোহাম্মদ জামশেদ আলী। এতে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান এবং স্নকার বিভাগের মেম্বার ইনচার্জ জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)। অনুষ্ঠানে ক্লাব নির্বাহী কমিটি মেম্বার ডা. ফাহিম হাসান রেজা, মো. জাহিদ সুলতান টিপু, আবু আহমেদ হাসনাত, মোসলেহ উদ্দিন আহমেদ (অপু) অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ ইয়াকুব সহ বহু ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্নুকার বিভাগের কনভেনার মাহতাব উদ্দিন চৌধুরী (হুমায়ুন)।