সিজেকেএস প্রথম বিভাগ হকি লিগ শুরু

উদ্বোধনী খেলায় আবাহনীর জয়

| মঙ্গলবার , ২৭ ডিসেম্বর, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

সিজেকেএস প্রথম বিভাগ হকি লিগ শুরু হয়েছে। গতকাল ২৬ ডিসেম্বর সোমবার বিকালে এম.এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ লিগের উদ্বোধন করেন সিজেকেএস সভাপতি এবং চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। উদ্বোধনী খেলায় আবাহনী লিমিটেড ৫০ গোলে শতদল জুনিয়রকে পরাজিত করে। বিজয়ী আবাহনী লিমিটেডের পক্ষে ২টি করে গোল করেন বেলাল হোসেন এবং আবু বক্কর। অপর গোলটি করেন দলের নিজাম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। সিজেকেএস নির্বাহী সদস্য ও হকি কমিটির চেয়ারম্যান আবুল হাশেমের সভাপতিত্বে এবং হকি কমিটির যুগ্মসম্পাদক নিজাম উদ্দিন নিজুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হকি কমিটির সম্পাদক মো. লুৎফুল করিম সোহেল। এ সময় সিজেকেএস কর্মকর্তাবৃন্দ, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, আবদুল কাদের মিয়া, সিজেকেএস হকি কমিটির সদস্য মহসিন উল হক চৌধুরী, মুশফিকুর রহমান, মাসুদুল ইসলাম, আল মামুনুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদলে পরিবর্তন আনলেন প্রধান নির্বাচক আফ্রিদি
পরবর্তী নিবন্ধপুরুষদের টেস্ট ম্যাচে প্রথম যা ঘটলো