সিএমপির উপকমিশনারসহ কয়েকটি পদে রদবদল

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ মার্চ, ২০২১ at ৫:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদে রদবদল করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সিএমপি কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীর এ আদেশ দেন বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ।
আদেশে বলা হয়, সিএমপির উত্তর বিভাগের ডিসি বিজয় বসাককে দক্ষিণ বিভাগের ডিসি পদে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিসি (ট্রাফিক-উত্তর) মোখলেসুর রহমান। অন্যদিকে ডিসি দক্ষিণ এস এম মেহেদী হাসানকে ডিসি বন্দর পদে বদলি করা হয়েছে। বন্দর জোনের ডিসি মিলন মাহমুদ চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি হওয়ায় এ পদটি খালি ছিল। এছাড়া এডিসি দক্ষিণ পলাশ কান্তি নাথকে এডিসি পশ্চিম, এডিসি (ডিবি-বন্দর) আবু বক্কর সিদ্দীককে এডিসি উত্তর, এডিসি উত্তর নাদিরা নূরকে এডিসি (ওয়লেফেয়ার অ্যান্ড ফোর্স), এডিসি পশ্চিম হুমায়ূন কবীরকে এডিসি (ডিবি-বন্দর), এডিসি (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) গাজী রবিউল ইসলামকে এডিসি সরবরাহ এবং এডিসি সরবরাহ মো. আমিনুল ইসলামকে সিএমপির এডিসি দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে। এর আগে গত ১ মার্চ সিএমপির উপকমিশনার পদে আটজনের রদবদল করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধমাত্র এক হাজার টাকার জন্য খুন!
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড মৃতের সংখ্যা বেড়ে ১১