সাড়ে ৬ লাখ টাকা বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স ফি আদায়

চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:১৯ পূর্বাহ্ণ

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ লাখ ৪৪ হাজার ১৫০ টাকা বকেয়া পৌরকর (হোল্ডিং ট্যাক্স, পরিচ্ছন্ন ও আলোকায়ন রেইট) ও ট্রেড লাইসেন্স ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এর মধ্যে ৪ লাখ ২৭ হাজার ৫৪০ টাকা পৌরকর ও ২ লাখ ১৬ হাজার ৬১০ টাকা ট্রেড লাইসেন্স ফি। গতকাল মঙ্গলবার রাজস্ব সার্কেল- ২ ও ৭ এর আওতাধীন এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সার্কেল-২ এর আওতাধীন পূর্ব ষোলশহর এলাকা থেকে ৩ লাখ ৮০ হাজার ৫৯০ টাকা পৌরকর এবং ১ লাখ ২৭ হাজার ৬০ টাকা বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায় করা হয়। সার্কেল-৭ এর আওতাধীন রামপুর এলাকা থেকে ৪৬ হাজার ৯৫০ টাকা বকেয়া পৌরকর ও ৮৯ হাজার ৫৫০ টাকা বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায় করা হয়। একই অভিযানে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা করায় নয়টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধছুটিতে আসা হাজারো প্রবাসীর বিক্ষোভ
পরবর্তী নিবন্ধখালেদা জিয়াকে চিকিৎসাসেবা বঞ্চিত করা হয়েছে : খসরু