সামান্য বৃষ্টিতে নগরী ডুবে যাওয়া মানা যায় না : মেয়র

সিডিএ বাঁধ অপসারণ না করায় জনদুর্ভোগ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৫:১৫ পূর্বাহ্ণ

বর্ষার শুরু হওয়ার আগেই সামান্য বৃষ্টিতে নগর ডুবে যাওয়া মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, যে কোনো উন্নয়ন কাজ করতে গেলে সামান্য ভোগান্তি জনগণকে মেনে নিতে হয়। তাই বলে বর্ষা মৌসুম শুরু হওয়ার প্রাক্কালে নগরবাসীকে সামান্য বৃষ্টির কারণে জলে ডুবতে হবে তা কোন অবস্থায় মেনে নেয়া যায় না।
তিনি টাইগার পাসস্থ নগর ভবনে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপম্যান্ট ফান্ড (বিএমডিএফ) প্রকৌশলীরা সাক্ষাত করতে এলে এসব কথা বলেন। এসময় তিনি বলেন, যে মূল খালগুলো দিয়ে পানি প্রবাহিত হতো সে খালগুলো সিডিএ মেগা প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে বাঁধ দেয়ার ফলে পানি অপসারিত হতে পারে নি। তাই শহর ডুবেছে। এক মাস আগে থেকে সিডিএকে বাঁধ অপসারণের জন্য অনুরোধ করার পরও তা অপসারণ না করায় এই জনদুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানান তিনি।
মেয়র আরো বলেন, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপম্যান্ট ফান্ড বিশ্ব ব্যাংকের সহায়তাপুষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির সহায়ক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় সরকারের অনেকগুলো উন্নয়ন কাজ সাধিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ফইল্লাতলী কিচেন মার্কেট ও দক্ষিণ আগ্রাবাদের বহুতল ভবন নির্মাণ কাজ এ প্রতিষ্ঠান সম্পন্ন করেছে। যা সন্তোষজনক, তবে যে কাজগুলো অসম্পূর্ণ অবস্থায় আছে তা দ্রুত সম্পন্ন করতে আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, বিএমডিএফের প্রকল্প পরিচালক আশরাফুজ্জামান, প্রকৌশলী এ কে এম কামরুজ্জামান, সৈয়দ হাছিনুর রহমান, চসিক নির্বাহী আবু সাদাত মো. তৈয়ব, বিপ্লব দাশ, মো. ফরহাদুল আলম।

পূর্ববর্তী নিবন্ধনতুন পরিকল্পনা আছে, ধীরগতিতে এগোচ্ছি : আনাস মাদানী
পরবর্তী নিবন্ধ৬ দফার ভেতরেই নিহিত স্বাধীনতার এক দফা : প্রধানমন্ত্রী