কক্সবাজার–১ আসনের সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে চকরিয়া আদালতে তোলা হবে, এই খবরে বিএনপি নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করে গত দুইদিন ধরে। এমনকি তারা পূর্ব প্রস্তুতিও নিয়ে রাখে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে শত শত নারী–পুরুষ নিয়ে বিক্ষোভ মিছিলের মাধ্যমে আদালত এলাকায় হাজির হন দলের নেতারা। এ সময় জাফর আলমকে খুনি আখ্যা দিয়ে তাঁর ফাঁসির দাবিতে হাতে হাতে শোভা পায় ব্যানার, প্ল্যাকার্ডও। এতে বক্তব্য দেন বিএনপির উপজেলা ও পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ। তবে সকাল গড়িয়ে দুপুর এমনকি সন্ধ্যা পর্যন্ত আদালতে আনা হয়নি জাফর আলমকে।
জানতে চাইলে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মঈন উদ্দিন বলেন, নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি জাফর আলমকে আজ (গতকাল) আদালতে তোলা হয়নি। যদিওবা কয়েকদিন ধরে প্রচার হয়েছিল চকরিয়া থানায় রুজু হওয়া একাধিক মামলায় শ্যোন এরেস্ট দেখাতে তাকে আনা হবে। কিন্তু উত্তেজনাকর পরিস্থিতির কারণে তাকে শেষপর্যন্ত আনা হয়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘সাবেক এমপিকে আদালতে তোলা হবে এই খবরে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে তাকে রবিবার সারাদিন আনা হয়নি। পরবর্তীতে ধার্য্য তারিখে তাকে আনা হলে তখন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।












