সাধনপুরে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

এফসি সাধনপুর আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক রোকশেদ খান। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এভিপি মো. শহীদুল আলম, ইঞ্জিনিয়ার মিজবাহ উদ্দিন,ব্যবসায়ী আবুল কালাম এবং জাহাঙ্গীর আলম প্রমুখ। টুর্নামেন্ট পরিচালনায় সহযোগিতা করেন চিফ কোঅর্ডিনেটর মো. মোয়াজ্জেম হোসেন, কোঅর্ডিনেটর মো. ফরহাদুল আযম, আহমেদ উল্লাহ, মো. হালিম চৌধুরী এবং মো. রহিম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সিরিজের জন্য আফগান টি-টোয়েন্টি দল ঘোষণা